একটানা ১০ দিন ছুটির কবলে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর

দর্শনা অফিস
একটানা ১০ দিন ছুটির কবলে পড়েছে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর। আসছে সামনে ৭ জুন শনিবার মুসলিম সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। এ উপলক্ষে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের সকল কার্যক্রম বন্ধে গতকাল বুধবার (৪ জুন থেকে ১৪ জুন) ১০ দিনের ছুটি ঘোষনা করা হয়েছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল হক জানান, এ সময় এলাকার সকল বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকায় আমদানিকারকরা লেনদেন করতে পারবেনা এবং পবিত্র ঈদুল আযহা উদযাপিত হওয়ার কারনে বাংলাদেশ রেল ভবন এ নির্দেশনা দিয়েছেন। এ সময় ভারত থেকে দর্শনা আন্তর্জাতিক রেল পথের মাধ্যমে কোন মালামাল আমদানি করা হবেনা।
দর্শনা ইমিগ্রেশন ওসি রমজান আলি জানান, পবিত্র ঈদুল আযহার জন্য দর্শনা আন্তর্জাতিক স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে, এখানে ছুটি থাকবেনা।
দর্শনা সি এন্ড এফ এসোসিয়েশনের সভাপতি হাজী খন্দকার শওকত আলি জানান সি এন্ড এফের সকল অফিস ও তাদের কার্যক্রম বন্ধ থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *