আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা শাখার স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে আলিফ উদ্দিন রোডের স্ট্যান্ডার্ড ব্যাংকের কার্যালয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন।
এসময় সহকারী ব্যবস্থাপক মশিউর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপি’র সভাপতি আজিজুর রহমান পিন্টু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ইউপি চেয়ারম্যান আজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মীর আমিনুর রহমান টুটুল প্রমূখ।
শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন- ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিজীবনেও যথাযথভাবে শরিয়াহ’র পথ অনুসরণ করার জন্য এসবিএল পরিবারের সকলের প্রতি আহবান জানান এবং ব্যাংকের সমৃদ্ধি ও সেবার উন্নয়নে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন প্রত্যাশা করেন। এছাড়াও ব্যাংকের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হাসমত উল্লাহ। এসময় ব্যাংকের গ্রাহক বৃন্দ ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গায় স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
