স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার তিতুদহে বাংলাদেশ জামায়েত ইসলামী তিতুদহ ইউনিয়নের সকল ওয়ার্ডের দায়িত্বরশীলদের নিয়ে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়েত ইসলামী তিতুদহ ইউনিয়ন শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের হল রুমে এ নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়। তিতুদহ ইউনিয়ন জামায়াতের আমীর রাফিজ উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা-০২ আসনের এমপি পদপ্রার্থী মোঃ রুহুল আমীন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে রাজনীতি ফ্যাসিবাদের জন্ম দেয় সে রাজনীতি কখনো জনগনের কল্যাণ বয়ে আনতে পারে না, আগামী নির্বাচনের জন্য জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের প্রস্তুতি নিতে হবে। দ্বীনের পথে যারা থাকেন, তারা পরস্পর ভাই-ভাই। এ সম্পর্ক পৃথিবীর সকল সম্পর্কের ঊর্ধ্বে। সামনের নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী সংকট, সংঘর্ষ, দেশি-বিদেশি ষড়যন্ত্র জামায়াতের দায়িত্বশীলদের মোকাবেলা করতে হবে। অতীতের তুলনায় বর্তমানে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। মানুষ দেশকে নতুন আঙ্গিকে দেখতে চায়। দেশের আমানত তারা জামায়াতে ইসলামীকে তুলে দিতে চায়। আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে সংকুচিত করেছে এবং তাদের বিগত ১৫ বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসনামলে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ ও তার দোসররা চাটিবাটি গুটিয়ে পালিয়েছে। দুর্নীতিবাজ সবাই পালিয়েছে। তাই বৈষম্যহীন, মানবিক, দুর্নীতি দুঃশাসনমুক্ত বাংলাদেশ কায়েম না পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী থামবে না। বিগত ১৫ বছর শত আঘাত ও নির্যাতন এই দলের উপর করা হয়েছে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী না। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে সর্বদা কাজ করবে এবং জামায়াতে ইসলামী এদেশে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়
নির্বাচনী কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা আজিজুর রহমান, দর্শনা থানা আমির ও চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা রেজাউল করিম, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আঃ রউফ, দর্শনা থানা সেক্রেটারী মাহাবুবুর রহমান টুকু, জেলা কৃষিজীবি শ্রমিক পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম। এছাড়াও অনুষ্ঠানে তিতুদহ ইউনিয়ন জামায়াতে র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন তিতুদহ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহাবুব হাসান।
তিতুদহে জামায়েত ইসলামী দায়িত্বরশীলদের কর্মশালায় রাজনীতি ফ্যাসিবাদের জন্ম দেয় সে রাজনীতি জনগনের কল্যাণ আনতে পারে না– জেলা আমীর রুহুল আমি
