ঈদুল আযহায় সড়ক দূর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশের সরোজগঞ্জ ও ফকির পাড়া চেকপোষ্ট পরিদর্শন করলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
ঈদুল আযহায় সড়ক দূর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশের সরোজগঞ্জ ও ফকির পাড়া চেকপোষ্ট পরিদর্শন করলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা । গতকাল সোমবার বেলা ১১টার দিকে পুলিশ সুপার ওই দুই চেকপোষ্ট পরিদর্শন করেন। এই সময় পুলিশ উপস্থিত চালক ও যাত্রীদের সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন এবং সবাইকে সুস্থ ও নিরাপদভাবে বাড়ি ফেরার জন্য সচেতন হতে বলেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। হেলমেট ব্যতীত কেউ মোটরসাইকেল চালাবেন না। এটা আপনার জীবনের জন্য অনেক নিরাপদ। এছাড়া মোটরসাইকেলে তিনজন আরোহী চালানো যাবে না। প্রয়োজনীয় ব্যতীত, অতিরিক্ত গতি নিয়ে কেউ গাড়ি চালাবেন না। এই ঈদে আপনার ঘরে ফেরা হোক নিরাপদ এটাই পুলিশ প্রত্যাশা করছে। সরোজগঞ্জ ও ফকির পাড়া চেকপোষ্ট পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন টিআই প্রশাসন মোঃ আমিরুল ইসলাম, টিআই হাসান মল্লিক, টিআই সোহেল রানা, সার্জেন্ট নবাব আলী, সার্জেন্ট তাজরুল হক, সার্জেন্ট আশরাফুজ্জামান, টিএসআই মোমিন হোসেনসহ ট্রাফিক ও জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *