দর্শনা অফিস
ভারতে পালিয়ে যাওয়ার সময় আন্দোলনে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেখ তাইসুখ ইসলাম (২২) কুমিল্লা সদর উপজেলার মনোহরপুরের সোনালী জামে মসজিদ রোডের বাসিন্দা শেখ জহিরুল ইসলামের ছেলে।
দর্শনা ইমিগ্রেশনের পুলিশ অফিসার তারেক জানান, সকাল সাড়ে ৮টার দিকে পাসপোর্টের মাধ্যমে ভারতে গমনের জন্য তিনি দর্শনা ইমিগ্রেশনে যান। এ সময় সার্ভারে দেখা যায় তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে। এরপর তাকে গ্রেফতার করে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার রাজনৈতিক পরিচয় জানা যায়নি বলে জানান ইমিগ্রেশন অফিস।
দর্শনা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, কুমিল্লার সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে। গত ২৭ মে তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তিনি ভারতে পালিয়ে যাচ্ছিলেন। অভিযুক্তকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলার সময় হোটেল কর্মচারী মামুন আহমেদ(১৮) গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। ঘটনাটির ১০ মাস পর ২৭ মে তার ভাই রানু মিয়া বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।