মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনদিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
গাংনী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার এমরান হোসেন। এসময়স বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শামসুল আলম সোনা ও মেহেরপুর জেলা জামায়াতের শুরা সদস্য নাজমুল হুদা। গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলায় ১৪ টি স্টল ঠাঁই পেয়েছে। এর আগে উপজেলা নির্বাহী অফিসারের নের্তৃত্বে একটি র্যালি বের করা হয়।
গাংনীতে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
