জীবননগর উপজেলা শাখার উদ্যোগে শুকরানা সমাবেশ ও দোয়া অনুষ্ঠান পালন

জীবননগর অফিস
জীবননগর উপজেলা শাখার উদ্যোগে শুকরানা সমাবেশ ও দোয়া অনুষ্ঠান পালিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণে মাওলানা আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সভাপতিত্ব করেন মাওলানা সাজেদুর রহমান। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা পেশাজীবি বিভাগ এর সভাপতি অধ্যাপক খলিলুর রহমান
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা আমাদের প্রিয় দায়িত্বশীল এ টি এম আযহারুল ইসলামের মুক্তির মাধ্যমে জাতির সামনে প্রকাশ পেলো আমাদের কোন নেতা কর্মী অপরাধ করে না। যাদের ফাসি দেওয়া হয়েছিল হাসপাতালে পরিকল্পিত ভাবে হত্যা করেছিলেন তারা সবাই নিরাপরাধ ও নির্দোষ ছিল।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, জেলা তারবিয়াত সম্পাদক মো: জিয়াউল হক, তা”লিমূল বিভাগের সভাপতি মাওলানা মহি উদ্দিন, মাজলিসুল মোফাসসিরিন এর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা শাখার সেক্রেটারি মো: সাখাওয়াত হোসেন ও সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম, উপজেলা শাখার প্রচার ও আইটি সম্পাদক মো: হারুন অর রশীদ, উপজেলা বায়তুলমাল সম্পাদক আসাবুল হক মল্লিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মো: কামাল হোসেন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আল আমিন, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, হাসাদাহ ইউনিয়ন আমির মো: আখতারুজ্জামান, সীমান্ত ইউনিয়ন আমির মো: আব্দুল ওয়াহেদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আমির মো: আব্দুর রহমান মাষ্টার, বাকা ইউনিয়ন আমির মাওলানা মফিজুর রহমান, উথলী ইউনিয়ন আমির মাওলানা আরিফুল ইসলাম, কেডিকে ইউনিয়ন আমির আব্দুর রহমান, রায়পুর ইউনিয়ন আমির আমির হামজা মনোহরপুর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলামসহ আরো স্থানীয় অনেক দায়িত্বশীল বৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *