আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজাহারুল ইসলাম মহামান্য সুপ্রিমকোর্ট রায়ে মুক্তি পাওয়ায় শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে উপজেলা চত্বরে অনুষ্ঠিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক মুন্সি শফিউল আলম বকুল। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সহকারী জেনারেল সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল
তিনি বলেন- ২০১২ সালে ২২ অগাস্ট জনাব আজহার কে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মতো মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নানা মিথ্যা সাক্ষী ও মনগড়া অভিযোগ এনে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়। ফ্যাসিবাদের আমলে এরকম মিথ্যা ও বানোয়াট অভিযোগের জন্য রায় দিয়ে বিচার বিভাগ কে কলুষিত করেছিলেন ফ্যাসিস্ট হাসিনার দোসর কিছু বিচারপতিরা। আজ এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। গত ২৭ মে তিনি উচ্চ আদালতের আপিলের ভিত্তিতে তার উপর আনিত সকল অভিযোগ মিথ্যা প্রমাণ হয় এবং আদালত তাকে বেকসুর খালাস দেন। এ রায় এর জন্য তিনি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন এবং এটিএম আজহারের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করেন।
তিনি আরো বলেন, আপনাদের কাছে কথা দিচ্ছি মহান আল্লাহর একান্ত ইচ্ছায় আপনাদের সমর্থন সহযোগিতায় যদি সেবা করার সুযোগ কাছে আসে, তাহলে আমরা ইনশাআল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাব। বৈষম্যের রাজনীতির অবসান ঘটাব এবং সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য প্রিয় জনগণকে সাথে নিয়ে আমাদের সবটুকু উজার করে দিব। পাশাপাশি আমরা চাইব আমাদের সমাজ দুর্নীতিমুক্ত হোক, দুঃশাসনমুক্ত হোক, অপরাধমুক্ত হোক, বৈষম্যমুক্ত হোক, কল্যাণধর্মী সমাজ হোক, মানবিক সমাজ হোক সেই সমাজ গঠনে আমরা আপনাদের সাহচার্য, সমর্থন, সহযোগিতা ও দোয়া আমরা কামনা করি।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাব হোসাইন, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান দারুস সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা,জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ। জিএ গাংনী শাখার জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির মেহের আলী, সেক্রেটারি মোসলেম উদ্দিন, জিএ গাংনী শাখার জামায়াতের আমির আব্বাস উদ্দিন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন পৌর জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী।
এটিএম আজহারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায় আলমডাঙ্গায় জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত
