জীবননগর প্রতিনিধি
জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২ টার দিকে আন্দুলবাড়িয়ায় স্টেশনপাড়ায় মতিয়ার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদ ও ১৫০ লিটার মদ তৈরির উপকরণ ওয়াস (জাওয়া)সহ একজনকে আটক করা হয়। আটকৃত ব্যক্তি স্টেশনপাড়ার রফিকুল ইসলামের ছেলে মতিউর রহমান (৫০
জানা যায়, চুয়াডাঙ্গা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম রাসেল ও সঙ্গীয় ফোর্স নিয়ে আন্দুলবাড়িয়া স্টেশন পাড়ার মতিয়ারের বাড়িতে একটি অভিযান পরিচালনা করে। আর এই অভিযানে ৫০ লিটার চোলাই মদ সহ মতিয়ার রহমানকে আটক করা হয়।
এ বিষয়ে উপপরিদর্শক রাকিবুল ইসলাম রাসেল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি চোলাই মদ নিজের দখলে রেখে বিক্রয়ের জন্য সংরক্ষণ করার বিষয়টি স্বীকার করে। এছাড়াও তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। ভবিষ্যতে আমরা মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের দমনে আরো কঠোর অভিযান পরিচালনা করব। এদিকে আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে জীবননগর থানায় মামলা করা হয়েছে।
আন্দুলবাড়িয়ায় চোলাই মদসহ একজন গ্রেফতার
