আলমডাঙ্গা অফিস
মুন্সিগঞ্জ-ঘোলদাড়ী সড়কের নির্মাণ কাজ চলছে তার মধ্যে মুন্সিগঞ্জ বাজার থেকে জেহালা গ্রামের রাস্তাটির বেহাল দশা। নির্মাণ কর্মীরা রাস্তার মধ্যে মাটি খোড়ার পর গত এক সপ্তাহ জুরে অতি বৃষ্টিতে রাস্তার মধ্যে একাধিক স্থানে দেড়-দু-ফুট পানি জমেছে তাতে সাধারন মানুষের যাতাযাতে খুবই অসুবিধা হচ্ছে এদিকে নির্মান সংস্থা নির্মাণ কাজের ধীর গতি দেখে মনে হচ্ছে এই কাজের তত্বাবধানে কেউ নেই। এদিকে জনদুর্ভোগ বেড়েই চলেছ
বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই রাস্তা দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা থাকলেও এখন পর্যন্ত সংস্কারের কথা থাকলেও অবহেলায় পড়ে আছে রাস্তাটি। রাস্তার অবস্থা খারাপ হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় সুধীজন।
মুন্সিগঞ্জ-ঘোলদাড়ী সড়কের বেহাল দশা, কষ্টের শেষ নেই এলাকাবাসীর
