আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- আলামডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম, হারদী হসপিটালের আর এম ও ডাক্তার নাজনীন সুলতানা কনা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হক, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
তাছাড়াও আইন-শৃঙ্খলা সবায় আরো বক্তব্য রাখেন, মহিলা ডিগ্রী কলেজে অধ্যক্ষ আশুরা খাতুন, উপজেলা সমবায় অফিসার মমতা বানু, আবাসিক প্রকৌশলী শাহানেওয়াজ শাহীন, উপজেলা জামায়াতে ইসলামের আমির প্রভাষক মুন্সি শফিউল আলম বকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা, জেহেলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান হাবীব, কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান, বেলগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরাজ আলী, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মানোয়ার হোসেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি রাকিব মাহমুদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাই মিলে কাজ করলে আলমডাঙ্গা বাসীকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তারা সমাজে সচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তন আনার আশাবাদ ব্যক্ত করেন। এবারে পবিত্র ঈদুল আযহা যেন উৎসবমুখর পরিবেশে উদযাপন করা এবং মানুষ যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। সভাটি শান্তিপূর্ণ ও গঠনমূলক পরিবেশে শেষ হয়।
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
