চুয়াডাঙ্গায় বিশ^ সড়ক নিরাপত্তা সপ্তাহে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার
জাতিসংঘ ঘোষিত বিশ^ সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সড়ক দূর্ঘটনা হ্রাস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভার প্রতিপাদ্য ছিলো ‘হাঁটা ও সাইকেল চালানো নিরাপদ কর’।
অনুষ্ঠানে উপস্থি ছিলেন- ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়কের গুরুত্ব, রোড সাইন, রাস্তা পারাপার, ওভারব্রীজ ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের মাধ্যমে সামাজিক সচেতনতার উপর গুরুত্বারোপ করাহয় এবং সড়কে নিরাপদ চলাচল, সাইকেল চালানো বিষয়ে আলোচনা করাহয়। প্রশিক্ষণে বিদ্যালয়ের ১২০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *