আলমডাঙ্গায় কুমার নদ বাঁচাও আন্দোলনের লক্ষ্যে মতবিনিময় সভা

আলমডাঙ্গা অফিস
কুমার নদ বাঁচাও আন্দোলনের লক্ষ্যে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাথে সম্মিলিত ইমাম খতিব পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে আনন্দধামের অদূরে কুমার নদের পাড়েই ‘কুমার নদ বাঁচাও’ আন্দোলনের আহবায়ক সাংবাদিক রহমান মুকুলের সভাপতিত্বে সম্মিলিত ইমাম-খতিব পরিষদ নেতৃবৃন্দ ও স্থানীয় ওলামায়ে কেরামগণের সাথে আলোচনার আয়োজন হয়। নাগরিক উন্নয়ন কমিটির সাংগাঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টুর পরিচালনায় নদীর প্রয়োজনীয়তা, প্রতিবন্ধকতা, অপব্যবহার, দখল ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
ইমাম খতিব পরিষদের সভাপতি শেখ শাফায়েতুল ইসলাম হিরো, সেক্রেটারি আকরাম হোসেন সাইরাফী ও শায়খ ইমদাদুল হক এর গুরুত্বপূর্ণ নসীহা এবং মসজিদ ভিত্তিক জনমত গড়ে তোলার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। মতামত ব্যক্ত করেন মুফতি মাহদীউজ্জামান, মাহফিল উদ্দিন মানিক, নাদিউজ্জামান রিজভী, তাওহীদুজ্জামান রাব্বি, আবিরসহ অনেকেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *