ইজারাদার ও খামারীদের সাথে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হাট ব্যবস্থাপনা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে ইজারাদার ও খামারীদের এবং ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।

পুলিশ সুপার আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন পশুরহাট ইজারাদার, খামারী ও ব্যবসায়ীদের সাথে সুবিধা-অসুবিধার কথা মনযোগ দিয়ে শোনেন এবং সমাধানকল্পে বিভিন্ন পরামর্শ ও উদ্যোগ গ্রহণ করেন। তিনি এবারের হাট ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য পশুহাটের ইজারাদারসহ সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা প্রদান করেন। হাট মালিকের ব্যবস্থাপনায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, অজ্ঞান ও মলম পার্টি সম্পর্কে মাইকিং করা, যত্রতত্র ভ্রাম্যমান হোটেল না বসানো, পশু হাটের বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করা, এক বাজারের পশুর ট্রাক জোর পূর্বক অন্য বাজারে না নামানোর বিষয়টি আলোচনায় স্থান পায়। এছাড়াও হাটের দিন রাস্তায় মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে পশু না রাখা, বাজার কমিটি কর্তৃক প্রদত্ত নির্ধারিত পোষাকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখা, পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা রাখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খাজনার তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা। যাতে পশু ক্রেতা ও বিক্রেতারা কত টাকা খাজনা দিবে সেটা যাতে সহজে দেখা যায়। কোনভাবেই সরকারের বেধে নেওয়া মূল্যের থেকে বেশি খাজনা আদায় করা যাবে না।

স্থানীয় অফিসার ইনচার্জদের সাথে সমন্বয় রেখে হাটে পুলিশ কন্ট্রোলরুম রাখা এবং বড় ব্যবসায়ীদের বেশি পরিমান টাকা স্থানান্তরের ক্ষেত্রে স্থানীয় থানা পুলিশের সহযোগীতা নেওয়া, পশুহাটে পর্যাপ্ত জালনোট সনাক্তকরণ মেশিন রাখা, তাৎক্ষণিক পুলিশী সেবা গ্রহণের জন্য হাট এলাকার দৃশ্যমান স্থানে জেলা পুলিশের সিনিয়র অফিসারসহ সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ ও ডিউটি অফিসারদের সরকারি মোবাইল নম্বর সম্বলিত ব্যানার টাঙানোর নির্দেশনা প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা আনসার কমান্ড্যান্ট ফারুক হোসেন, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ডিএসবিসহ পশুহাটের ইজারাদারগণ ও ডেইরি ফার্মের মালিক/প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *