মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প, গাজা নিয়ে নতুন সিদ্ধান্ত ইসরায়েলের

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর পর্যন্ত গাজায় পরিকল্পিত বড় ধরনের আক্রমণ চালাবে না ইসরায়েল।

মঙ্গলবার (১৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।

মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন ট্রাম্প। চার দিনের এই সফরে এরই মধ্যে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। এরপর যাবেন সংযুক্ত আরব আমিরাত ও কাতারে। ট্রাম্পের এই স্বল্প সময়ের সফর পর্যন্ত গাজায় সামরিক অভিযান চালাবে না ইসরায়েল।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসরায়েল গাজায় তাদের অভিযান কয়েক দিনের জন্য স্থগিত রাখবে। তবে গাজায় বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

ড্যানি ড্যানান আরো জানান, রিজার্ভ সেনাদের ডাকা হয়েছে এবং তারা প্রস্তুত আছে। আলোচনায় কোনো অগ্রগতি না হলে আমরা সামরিক চাপ প্রয়োগ করব, যাতে জিম্মিদের ফিরিয়ে আনা যায়।

এদিকে ট্রাম্প যখন সৌদির উদ্দেশে রওনা হচ্ছিলেন, তখন গাজায় শেষ জীবিত মার্কিন বন্দি আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে হামাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *