কোটচাঁদপুর, (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি দাসপাড়ায় এক হিন্দু দম্পতির ইসলাম ধর্ম গ্রহণের খবর এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, রাজেন চৌকিদারের ছেলে মিলন ও তার স্ত্রী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং বর্তমানে তারা নিয়মিত ধর্মীয় রীতিনীতি পালন করছেন।
স্থানীয়রা জানান, মিলন ও তার স্ত্রী বর্তমানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং ইসলামী জীবনধারা মেনে চলার চেষ্টা করছেন। তারা বলেন, “মিলন ও তার স্ত্রী ১০০% মুসলিম জীবনাচরণ করছেন। তবে পারিবারিক কিছু সমস্যা থাকায় তারা বিষয়টি প্রকাশ্যে আনতে কিছুটা দ্বিধায় আছেন।”
এ বিষয়ে জানতে চাইলে মিলন বলেন, “আমার কিছু পারিবারিক সমস্যা রয়েছে। সবকিছু ঠিক হলে বিস্তারিত জানাবো।”
মিলনের একটি সেলুন রয়েছে সমাজকল্যাণ বাজারে। তার ধর্মান্তর নিয়ে কথা হলে সমাজকল্যাণ দারুন নাজাত নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হুজুর মোঃ সাহেব আলী বলেন, “মিলন স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং সে নিয়মিত নামাজ পড়ে। তার স্ত্রীকেও আমি নিজে কালিমা পাঠ করিয়েছি। এখন তারা স্বামী-স্ত্রী উভয়ই মুসলিম। আলহামদুলিল্লাহ।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই বলছেন, ধর্মান্তর একটি ব্যক্তিগত বিষয় এবং তা স্বেচ্ছায় হলে তা সকলেরই সম্মান করা উচিত।