স্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন চুয়াডাঙ্গার ব্যবস্থাপনায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি যৌথ আয়োজনে অনুষ্ঠানটি পরিবেশিত হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( ডিডিএলজি) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) নয়ন কুমার রাজবংশীসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলার শিল্পবৃন্দ গান পরিবেশন করেন।