মেহেরপুর অফিস:
বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে মেহেরপুরে বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গণপূর্ত ভবনের প্রধান ফটকের সামনে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মেহেরপুর গণপূর্ত বিভাগের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সরকারি চাকরিজীবীদের যে বেতন বৈষম্য তার মধ্যে যারা প্রথম গ্রেডে চাকরি করে তাদের বেতন ৭৮ হাজার টাকা আর যারা বিশ গ্রেডে চাকরি করে তাদের বেতন ৮ হাজার ২৫০ টাকা। ২০১৫ সালে পে-স্কেল দেওয়া হলেও দশ বছর অতিবাহিত হলেও তার বাস্তবায়ন হয়নি। এই দশ বছরে সবকিছুর বাজার মূল্য বৃদ্ধি পেলেও সরকারি কর্মচারিদের বেতন বৃদ্ধি হয়নি।
সাত দফা দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও জানান বক্তারা।
দাবিগুলো হলো- পে-কমিশন গঠন করে ৯ম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে। পে-স্কেল বাস্তবায়নের আগে ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য অন্তর্র্বতীকালীন ৫০% মহার্ঘ্য ভাতা জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর করা, ১-২০ গ্রেড কর্মচারিদের রেশনিং পদ্ধতি চালু, ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পে-কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখা, সচিবালয়ের মতো সকল দফতর, অধিদফতরের পদনাম পরিবর্তনসহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রনয়ণ করতে হবে, ৩টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহালসহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল, বিদ্যমান গ্রাচুইটি/আনুতোষিকের হার ৯০%-এর স্থলে ১০০% নির্ধারণ ও পেনশন গ্রাচুইটি ১ টাকার সমান ৫০০ টাকা নির্ধারণ করতে হবে, ব্লক পোস্টে কর্মরত-কর্মচারীসহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা ৫ বছর পর পর বেতনস্কেলের উচ্চতর গ্রেড প্রদান করতে হবে এবং টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারিদের টেকনিক্যাল মর্যাদা ও আউট সোসিং পদ্ধতিতে কর্মচারি নিয়োগ প্রথা বাতিল এবং বাজারমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পুনর্র্নিধারণ করতে হবে, উন্নয়নখাত হতে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারিদের প্রকল্পের চাকুরিকাল গণণা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করা যাবে না অর্থ মন্ত্রণালয় হতে জারীকৃত বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গণপূর্ত বিভাগের কার্য সহকারি আল মামুন, ফারুক, উচ্চমান হিসাব সহকারি আরজু আহমেদ, হিসাব সহকারি হুমায়ুন আহমেদ, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর ফেরদৌস ওয়াহেদ, রাজু আহমেদ, সানোয়ার হোসেন, অফিস সহায়ক রমজানুল করিম, কামরুজ্জামান, আমজাদ হোসেন প্রমুখ।
নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে মেহেরপুরে অবস্থান কর্মসূচি
