স্টাফ রিপোর্টার:
মহেশপুর সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় ২১ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় বিজিবি পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এছাড়াও অন্য একটি অভিযানে ৩২২ পিচ ভারতীয় যৌন উত্তেজন ট্যাবলেট উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে খোশালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামে নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় ৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন শিশু রয়েছে। একই সময়ে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৪/২-এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রুলি গ্রামের মোমিনতলা মোড়ে নায়েক সৈয়দ হুমায়ুন কবির এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ৮ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এরা বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এদের মধ্যে ২ জন পুরুষ, ৫ জন নারী ও ১ জন শিশু।
এদিকে একই দিন বেলা সাড়ে ১১টায় সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৯/৩-এস হতে ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে আনন্দ বাজার গ্রামের নায়েব সুবেদার মোঃ শরীফ উদ্দিন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী ৩ জন নারী ধুরকে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।