মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ

মেহেরপুর অফিস:

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। মেহেরপুর সড়ক বিভাগের আওতায় ক্ষতিগ্রন্থ ও সরু কালভার্ট পুনঃনির্মাণের কাজ চলমান থাকায় সিদ্ধান্ত নেয় সওজ।

সওজ সুত্রে জানা গেছে, মেহেরপুর সড়ক বিভাগের আওতাধীন কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কের ৪৩ কিলোমিটারের গাংনী উপজেলাধীন মালশাদহ নামক স্থানে পুরাতন কালভার্টের স্থলে নতুন কালভার্ট নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। ফলে উক্ত কালভার্টটি নির্মাণকালীন সময়ে কুষ্টিয়া হতে মেহেরপুর অথবা মেহেরপুর হতে কুষ্টিয়ার মধ্যে বালু বহনকারী ট্রাক, পাথর বহনকারী ট্রাক, বাসসহ অন্যান্য ভারী যানবাহন সমূহ গাংনী বাজার হতে হাটবোয়ালিয়া হয়ে বামুন্দি সড়কটি বিকল্প সড়ক হিসাবে ব্যবহার করার করতে হবে। 

সাময়িকভাবে গাংনী বাজার হতে হাটবোয়ালিয়া হয়ে বামুন্দি সড়কটি বিকল্প সড়ক হিসাবে ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছেন সড়ক বিভাগ। সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সওজ কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *