মেহেরপুরে পবিত্র ঈদ উল আযহার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস
মেহেরপুরে পবিত্র ঈদ উল আযহা পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। এ সময় বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা, আলেম সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে নিরাপত্তা জোরদার, পশু হাটের সুষ্ঠু পরিবেশ, জাল টাকা শনাক্তকরণ, ঈদ জামায়াতের সময় নির্ধারণ, সড়কে বেপরোয়া যানবহন রোধসহ বিভিন্ন ঈদগাহের ইমাম নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়। সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের কথা বিষয়ে জানায় জেলা প্রশাসন। এছাড়াও জেলা প্রধান ঈদগাহগুলোর ঈদের জামাতের সময় নির্ধারণ করে ঘোষণা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *