কালীগঞ্জ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া দাখিল মাদরাসার এক কৃতজ্ঞ শিক্ষার্থী মারুফ আজ এক নজিরবিহীন সাহসিকতার পরিচয় দিয়েছে। আজ ছিল তার দাখিল পরীক্ষার ইতিহাস বিষয়ের পরীক্ষা। অথচ গতরাত ভোর ৪টার দিকে তার বাবা বাচ্চু মোল্লা (৪৫) ইন্তেকাল করেন।
বাবার মৃত্যুশোক সত্ত্বেও মারুফ কর্তব্যে অটল থাকে। বাবার লাশ ঘরে রেখেই সে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়। এই কঠিন সময়ে তার অধ্যবসায়, দায়িত্ববোধ ও আত্মনিয়োগ আমাদের সকলের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।
সকলের কাছে অনুরোধ, মারুফের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে শক্তি ও ধৈর্য দান করেন এবং তার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
আমিন।