অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় জীবননগরে কথিত নারী সাংবাদিক টুনির ৭ দিনের জেল-জরিমানা

জীবননগর অফিস:
জীবননগর পৌরসভার টিএন্ডটি পাড়ায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আলোচিত মাসুরা খাতুন ওরফে টুনি (৩০) নামের এক কথিত নারী সাংবাদিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বেলা ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাসুরা খাতুন ভ্রাম্যমাণ আদালতের সামনে নিজের অপরাধ স্বীকার করেন। তাকে জনসাধারণের শান্তি বিনষ্ট ও অশ্লীল আচরণ করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী দণ্ড দেওয়া হয়েছে। টুনি চুয়াডাঙ্গার দর্শনা থানার তেঘরি গ্রামের আব্দুল হালিমের মেয়ে। টুনির বাসায় অভিযান চালিয়ে দৈনিক জনতার ইশতেহার পত্রিকার বিশেষ প্রতিনিধির একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। টুনি পৌনে দু’বছর যাবৎ জীবননগর পৌর শহরের টিএ্যান্ডটি পাড়ার খলিলুর রহমানের বাসার চতুর্থ তলার একটি ইউনিট ভাড়া নিয়ে একা বসবাস করতেন। টুনির আগে বিভিন্ন অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন এবং হাজতবাস করেছেন।
স্থানীয়রা জানায়, টুনি দীর্ঘদিন ধরে জীবননগর টিএনটি পাড়ার সফিকুল ইসলামের চারতলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন। প্রতিবেশীদের অভিযোগ, তিনি নিয়মিত ভাড়া পরিশোধ করতেন না। তার বাসায় প্রায়ই বাইরের ছেলে-মেয়েদের যাতায়াত ছিলো। শনিবার দুপুরে ওই ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপ চলছে এমন খবর পেয়ে স্থানীয় জনতা সেখানে উপস্থিত হয়ে টুনিসহ এক তরুণ ও এক তরুণীকে আটক করেন। পরে পুলিশে খবর দিলে, তারা ঘটনাস্থলে পৌঁছে টুনির রুম থেকে কনডম, চারটি বিদেশি মদের খালি বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং কয়েকটি নামসর্বস্ব পত্রিকার আইডি কার্ড জব্দ করে। এলাকায় জনশ্রুতি রয়েছে তিনি সাংবাদিক পরিচয় দিয়ে প্রকাশ্যে সিগারেট খেতেন। বাইরে থেকে মেয়ে নিয়ে এসে দেহ ব্যবসা করাতেন এবং প্রকাশ্যে মাদক বিক্রি করতেন। এর আগে কৌশলে ওই ছেলে এবং মেয়েটি পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টুনিকে দন্ডাদেশ প্রদান করেন এবং ভবিষ্যতে একই অপরাধ না করার জন্য সতর্ক করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *