দামুড়হুদা সদর ইউনিয়নের খসড়া বাজেট ঘোষণা

দামুড়হুদা প্রতিনিধি:
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টার সময় পরিষদের সভা কক্ষে এই বাজেট ঘোষণা করা হয়। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর সভাপতিত্বে খসড়া বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নাঈম উদ্দিন। আগামী অর্থ বছরের খসড়া বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২৮ লাখ ৫২ হাজার ২৭০ টাকা ও উদ্বৃত্ব সহ মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৮ লাখ ৫২ হাজার ২৭০ টাকা। আগামী অর্থ বছরে সর্বমোট রাজস্ব ও উন্নয়ন আয় ধরা হয়েছে ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৬৫৫ টাকা, রাজস্ব ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৬৫৫ টাকা।
এসময় খসড়া বাজেট ঘোষণা সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম, লিয়াকত আলী জোয়ার্দার, জাহিদুল ইসলাম, হাসান আলী, মতিয়ার রহমান, সামসুল ইসলাম সহ সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *