দর্শনা অফিস:
দর্শনায় “অভ্যন্তরীণ বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ-২০২৫” কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪ টায় দর্শনা সরকারি খাদ্য গুদামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শনা খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ, খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিথি মিত্র বলেন, “সরকারি ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের মূল লক্ষ্য হলো কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখা। স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রক্রিয়ায় এই কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আমরা কৃষি উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে যাবো।” সভাপতির বক্তব্যে জনাব দেলোয়ার হোসেন বলেন, “চলতি বোরো মৌসুমে দামুড়হুদা উপজেলায় সরকার নির্ধারিত মূল্যে ধান ও চাল সংগ্রহ করা হবে। কৃষকরা যেন কোন ভোগান্তি ছাড়া সরাসরি খাদ্য গুদামে তাদের উৎপাদিত ধান সরবরাহ করতে পারেন, সে জন্য আমরা সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করবো।” খাদ্য বিভাগ, দামুড়হুদা, চুয়াডাঙ্গা এর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলায় চলতি মৌসুমে সরকারি ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এ বছর সরকার দামুড়হুদা উপজেলায় ৬১৩ মেট্রিক টন ধান ও ৫৮৯ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে। ধান প্রতিকেজি ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা দরে ক্রয় করা হবে।