গড়াইটুপি প্রতিনিধি
মেছোবিড়াল বা ক্যাটফিস বাংলাদেশের একটি অতিপরিচিত প্রাণি। জলাশয়ের আশেপাশে এদের অবস্থান। কিন্তু বেশকিছু দিন যাবত এরা লোকালয়ে আসছে এবং মানুষ দ্বারা নিধন হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গত ২২ এপ্রিল যশোরে মেছোবিড়াল ব্যানার সম্বলিত প্রচারণা জীপ গাড়ির শুভ উদ্বোধন করেন যা দক্ষিণপশ্চিমাঞ্চলের ২১ টি জেলা প্রদক্ষিণ করবে। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলায় প্রচারণা অব্যাহত রাখে মানবতার জন্য সংগঠনের সদস্যরা।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা হতে কার্যক্রম শুরু হয়। এই সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা জেলা বন কর্মকর্তা রকিব উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, পরিবেশবাদী সংগঠন মানবতার জন্য ও পানকৌড়ির সদস্যগণ।
উপজেলা পরিষদ হতে বিভিন্ন স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান, বাজারসহ বিভিন্ন স্থানে প্রচারণা চলতে থাকে। পুরোটা সময় ধরে বন বিভাগের এই কার্যক্রমের সার্বিক সহায়তা করে জেলার পরিবেশবাদী সংগঠন মানবতার জন্য।

মানবতার জন্য সংগঠনের সভাপতি আহসান হাবিব বলেন, দীর্ঘদিন ধরে আমরা মেছোবিড়াল নিয়ে কাজ করছি। আমাদের বৃহৎ কেরু এন্ড কোং এর মাঠ গুলোতে প্রায় এই প্রাণিটিকে বিচরণ করতে দেখা যায় এবং মাঝে মাঝে হতাহতের খবর আসে। আমরা খুবই আনন্দিত যে মেছোবিড়াল নিয়ে বন বিভাগের এই উদ্যোগ গ্রহনের জন্য। তাই আমাদের সংগঠনের সদস্যরা স্বতঃ ফূর্ত ভাবে এই কার্যক্রমে অংশগ্রণ করে।
সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, যে সকল স্থানে মেছোবিড়ালের অবস্থান সর্বাধিক ঠিক সেই সকল স্পটে আমরা প্রচারণা কার্যক্রম করেছি। প্রচারাভিযান চুয়াডাঙ্গা সদর হতে দামুড়হুদা হয়ে জীবননগর পর্যন্ত চলেছে।
এই প্রচারণা গাড়ির সাথে মানবতার জন্য সংগঠনের আব্দুল মান্নান, সুলতান সরকার, লাবু রহমান, সতেজ হোসেন ও বন বিভাগের কর্মচারীরা অংশ নেন।