মেহেরপুর অফিস: আগামি জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে জয়ের লক্ষ্যে গণ সংযোগ করে যাচ্ছেন জামায়াতে ইসলামি বাংলাদেশ এর নেতাকর্মীরা। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৯ এপ্রিল) গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ গণসংযোগের নেতৃত্ব দেন জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী নাজমুল হুদা।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম এবং সেক্রেটারি মাও. জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ।
আগামি জাতীয় সংসদ নির্বাচনে জয়ের লক্ষ্যে মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনসহ এ অঞ্চলের বেশ কয়েকটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে জামায়াত। এর পর থেকেই মনোনীত সম্ভাব্য প্রার্থীরা মাঠে গণসংযোগ করে যাচ্ছেন। নির্বাচনী এলাকায় গণসংযোগ ছাড়াও সাংগঠনিক নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এসকল প্রার্থীরা।