আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার চিৎলা-রুইথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শিক্ষার মানোন্নয়ন এবং উত্তম চর্চা’ বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মা-সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথি জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন- আপনারা মানুষ গড়ার কারিগর, আপনারা একদম রুট লেবেল থেকে ছোট ছোট শিক্ষার্থীদের পিতার দায়িত্ব গুলো আপনারা পালন করেন, যে কারণে এই সব শিক্ষার্থীরা কখনও আপনাদের ভুলতে পারেনা। যেমন তারা তাদের পিতা, মাতাকে ভুলতে পারেনা। আপনারা মায়েরা আজকে যারা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্য বলছি, মনে রাখবেন ধন সম্পদ হলে একদিন কেউ না কেউ কেড়ে নিতে পারবে, কিন্ত জ্ঞানার্জন করলে তার কাছ থেকে শিক্ষা ও জ্ঞান কেড়ে নিতে পারবে না। তাই সন্তানদের পিছনে সময় দিয়েন, তারা যেন সত্যিকারের শিক্ষিত হতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রী অহিন্দ কুমার মন্ডল এবং আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন আলী, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক মন্ডলি, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকগণ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মা ও অভিভাবক অংশগ্রহণ করেন।
উত্তম চর্চা বিষয়ক মা সমাবেশশিক্ষার উন্নয়নে আমাদের সবাইকে কাজ করতে হবে –আলমডাঙ্গায় জেলা প্রশাসক জহিরুল ইসলাম
