জীবননগরে বোরো ধান চাল ক্রয় উদ্বোধন ৯ হাজার মেট্রিক টন ধান চাল ক্রয়ের লক্ষমাত্রা

জীবননগর অফিস
জীবননগর উপজেলায় সরকারিভাবে বোরো মৌসুমের ধান চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রম শুরু করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আল আমীন ধান চাল ক্রয়ের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, সহকারি উপ খাদ্য পরিদর্শক কামরুজ্জামান। উপজেলার ১১টি হাস্কিং রাইচ মিল ও ৭ অটো রাইচ মিল হতে ৮ হাজার ৯ শত ৬ মে.টন চাল ক্রয় করা হবে। অ্যাপসের মাধ্যমে সরাসরি কৃষকের নিকট হতে ৫ শত ৭ মে.টন ধান সরকার ক্রয় করবে। বোরো মৌসুমে প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে এবং প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে ক্রয় করা হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সুত্র জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *