স্টাফ রিপোর্টার: মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ১৩ জন বাংলাদেশী নারী, পুরুষ ও শিশুসহ আটক করা হয়েছে সেই সাথে উদ্ধার করা হয় মাদকদ্রব্য। গতকাল শনিবার রাতে মহেশপুর ৫৮ বিজিপির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার কাঞ্চনপুর গ্রামের আমবাগান ও ব্রীজের উপর হতে হাবিলদার ফেরদৌস আলী মন্ডলের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে থাকে। এসময় অবৈধ পথে ভারতের প্রবেশ করার সময় ১৩ জন বাংলাদেশী নারী, পুরুষ ও শিশুসহ আটক করা হয় ।

১৮ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে গয়েশপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬৭/১-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের লতিফ মিয়ার আমবাগানে হাবিলদার কামরুল হাসানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৭৩/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর গ্রামের সরকারি পানির পাম্পের পাশে হারুন মন্ডলের কলা বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার ভূইয়া ইকবাল হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।