চুয়াডাঙ্গা-২ আসনের দর্শনা থানার অন্তর্গত ভোট কেন্দ্র পরিচালকদের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার: বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার অন্তগত দর্শনা থানাধীন ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দর্শনা আল-হেরা স্কুলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দর্শনা থানা সভাপতি মাওঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মো: রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির বলেন- আগামী নির্বাচনে যদি আমাদের বিজয় আনতে হয় তাহলে আমাদের অনেক সচেতন হতে হবে। পাড়া-মহল্লায়, চায়ের দোকান, হাট-বাজার, মাঠে- ঘাটে সব জায়গায় নির্বাচনী প্রচারণা চালাতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর মাওঃ আজিজুর রহমান,  সহকারী সেক্রেটারী মাজহারুল ইসলাম, উলামা সভাপতি মাওঃ শমসের আলী, যুব বিভাগের সভাপতি জাহিদুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক সিরাজুল ইসলাম, জিয়াউর রহমান, দর্শনা পৌর আমীর শাহিকুল আলম অপু। আরও উপস্থিত ছিলেন- ইউনিয়ন আমির মাও শহিদুল ইসলাম, মুশাররফ হোসেন, লিটন মল্লিক, রফিক, হাফেজ ইউনুস আলীসহ অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা থানা সেক্রেটারী মাহবুবুর রহমান টুকু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *