স্টাফ রির্পোটার : দেশীয় তৈরী সাটারগান ধারালো অস্ত্র মাদকসহ আলমডাঙ্গা থানার শীর্ষ সন্ত্রাসী পিয়াল মাহমুদ সাদ্দাম(৩২) ও তার সহযোগী আতাউর রহামান রকি (৩২) কে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে আলমডাঙ্গা থানা পুলিশ তাদেরকে আটক করে। শীর্ষ সন্ত্রাসী পিয়াল মাহমুদ সাদ্দামের বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান জানান, নিয়মিত টহলের অংশ হিসাবে এসআই(নিঃ) কাজী শামসুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শীর্ষ সন্ত্রাসী পিয়াল আলমডাঙ্গা থানাধীন কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে পিয়ালের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির পাশে মুরগীর সেড থেকে পিয়াল মাহমুদ ওরফে সাদ্দামকে আটক করা হয়। পিয়াল ওই গ্রামের আ: মজিদের ছেলে। এ সময় তার সহযোগী আলমডাঙ্গা বাজার পাড়ার মজিবর রহমানের ছেলে আতাউর রহমানকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি ওয়ান সাটার গান, ১টি রামদা, ১টি চায়নিজ কুড়াল ও ৫২ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট। পরে পলাতক আসামীদের ফেলে যাওয়া ১টি লাল কালো রং এর রেজিঃ বিহীন ১২৫ সিসি টিভিএস মোটরসাইকেল , ১ টি নেভি ব্লু রংয়ের ইয়ামা আরএক্স মোটরসাইকেল ও ১ টি লাল রংয়ের ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল আটক করা হয়। সন্ত্রাসী পিয়ালের ও তার সহযোগীর নামে অস্ত্র, মাদক ও ডাকাতী প্রস্তুতির ৩টি মামলা রুজু করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে ২৭ টি মামলা রেকর্ড করা হয়েছে।