
স্টাফ রিপোর্টার: দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী
দস্যুতার প্রত্তুতিকালে ওয়াসিমকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি ধারালো ছুরি ও ১ টিচাইনিজ কুড়াল।গতকাল রোববার (৬ এপ্রিল) বেলা সাড়ে ৩ টার দিকে দর্শনা থানাধীন পৌর এলাকার শান্তিপাড়া টু পরানপুর আবাসনগামী রাস্তার জনৈক আল আমিনের চায়ের দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করে। দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে, দর্শনা থানার এসআই মাসুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দর্শনা থানাধীন শান্তিপাড়া গ্রামস্থ শান্তিপাড়া হতে পরানপুর আবাসনগামী রাস্তার জনৈক আল আমিন এর চায়ের দোকানের সামনে। এসময় গ্রেফতার করা হয় দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশনপাড়ার)শাহজাহান মন্ডল এর ছেলে ওয়াসীম মন্ডল (৩৫) কে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি ধারালো ছুরি, ১টি চাইনিজ কুড়াল ও ৪০ ফুট লম্বা রশি। এসময় ৩ জন আসামী ঘটনাস্থল হতে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ও পলাতক আসামীদের দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।