চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিজয়ীদের মাঝে এ পুরষ্কার তুলে দেয়া হয়। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক মো. শাহাজামাল (জামাল)।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মারুফ সারোয়ার বাবু (পিপি), জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসান আলী (অতিরিক্ত পিপি) ও সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল ( স্পেশাল পিপি)।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দাবা খেলায় মারুফ সারোয়ার বাবু চ্যাম্পিয়ন ও তসলিম উদ্দিন ফিরোজ রানার্স আপ হন। লুডু খেলায় রুবিনা পারভীন চ্যাম্পিয়ন ও সামিরা তাবাসুম রানার্স আপ হন। ক্যারাম বোর্ড খেলায় রাগিব হাসান ও রাতুন হাসান চ্যাম্পিয়ন ও মামুন অর রশিদ ও শাজামাল রানার্স আপ হন। ব্যাডমিন্টন খেলায আ.স.ম. আব্দুর রউফ ও রফিকুল আলম রান্টু চ্যম্পিয়ন এবং এমএম শাহজাহান মুকুল ও সৈয়দ হেদায়েত হোসেন আসলাম রানার্স আপ হন। ব্যাডমিন্টন খেলায় (মূলদল) ফজলে রাব্বী সাগর ও মশিউর রহমান পারভেজ চ্যাম্পিয়ন ও নাজমুল আহসান ও অভি রানার্স আপ হন। এছাড়া, ব্যাডমিন্টন, লুডু, ক্যারাম ও দাবা খেলায় যারা অংশ গ্রহন করেন এমন ৫৬ জনকেও পুরষ্কৃত করা হয়। একই সাথে জেলা আইনজীবী সমিতির ১২ জন কর্মচারীকেও পুরষ্কৃত করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, এবার ক্রীড়া প্রতিয়োগিতায় যারা অংশগ্রহন করেছেন তাদের প্রত্যেককেই জানাই অভিনন্দন। যারা এবার ভালো ফলাফল করতে পারেনি, তারা আগামীতে ভালো ফলাফল করবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *