দর্শনা অফিস
দর্শনা পৌরসভার ৩নং ওয়ার্ডের আজমপুর মহল্লায় স্থানীয় যুব সমাজের ঐকান্তিক প্রচেষ্টায় ও পৌর কর্তৃপক্ষের বিশেষ সহযোগিতায় রাস্তার গুরুত্বপূর্ণ আংশিক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরতিহীনভাবে আজমপুর মহল্লার আল্লাহর দান হোটেল সংলগ্ন গলি ও জনতা ব্যাংক সংলগ্ন গলির রাস্তার মেরামতের কাজ করা হয়।
দীর্ঘদিন ধরে অবহেলিত ও খানাখন্দে ভরা এই রাস্তাটি দিয়ে চলাচলের ক্ষেত্রে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি আমলে নিয়ে আজমপুর যুব সমাজ সংস্কারের উদ্যোগ গ্রহণ করে এবং এতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন দর্শনা পৌর প্রশাসক। যুব সমাজের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পরিশ্রমের ফলে অল্প সময়ের মধ্যে রাস্তার মেরামত কাজ সম্পন্ন হয়।
সংস্কার কাজ চলাকালীন উপস্থিত থেকে তদারকি ও উৎসাহ প্রদান করেন, আজমপুর যুব সমাজ ওয়াজ কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক মাহবুব আলম, শাহ জামাল, আব্দুল কায়ুম মোল্লা, আবু বক্কর, সোহাগ, আবু কালাম মোল্লা, রাজু, সাব্বির, কামরুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ যুব সমাজ।
রাস্তাটি সংস্কার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত এই সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় আজমপুর মহল্লাবাসীর পক্ষ থেকে দর্শনা পৌর প্রশাসক কে এইচ তাসফিকু রহমানের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে যুবকদের এমন সামাজিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
দর্শনা পৌর কর্তৃপক্ষ ও যুব সমাজের যৌথ প্রচেষ্টায় আজমপুরে রাস্তা সংস্কার সম্পন্ন



