স্টাফ রিপোর্টার
২০ লাখ টাকা পাওনা আদায়ের জেরে চুয়াডাঙ্গায় সমবায় অফিসের এক কর্মচারীকে তার ভাড়া বাসায় আটকে রাখার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কর্মচারী ও অভিযুক্ত নারী উভয়কেই উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মঙ্গলবার ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার দিকে সমবায় ব্যাংক ভবনের পাশে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আটক সেই কর্মচারীর নাম ইকবাল হোসেন। তিনি চুয়াডাঙ্গা কোর্টপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে এবং দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা সমবায় অফিসে অফিস সহায়ক পদে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার অফিস শেষ করার পর তিনি অফিসেই বসে ছিলেন। এরপর পুলিশ সদস্য মহসিনের স্ত্রী রোকসানা কয়েকজন লোক নিয়ে তার কাছে যান এবং পাওনা টাকা উদ্ধারের জন্য তাকে তার ভাড়া বাসায় নিয়ে আসেন। সেখানে তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকার লোকজন দ্রুত ছুটে আসেন এবং ইকবাল হোসেনকে উদ্ধার করার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ উভয় পক্ষকে শান্ত করে ইকবাল হোসেন এবং অভিযুক্ত রোকসানা উভয়কেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে যায়।
জানা গেছে, পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই গোলযোগ চলছিল।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) সহিদুর রহমান জানান, বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে উভয়পক্ষকে থানায় আনা হয়েছে। এখনো কোনো পক্ষ মামলা দায়ের করেনি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।



