স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ পশুহাটে পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামাতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। গতকাল বৃহস্পতিবার রাতে ৭নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন অ্যাড. মাসুদ বারবার রাসেল।
তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এই ঐতিহাসিক পশুহাট পুনরায় স্থাপন করা হবে। আমি ছোটবেলা থেকেই এই পশুহাটের নাম শুনে আসছি। এখানকার দোকানপাট ও বসতবাড়ির সাইনবোর্ডেই এখনও মুন্সিগঞ্জ পশুহাটের নাম দেখা যায়। কিন্তু ৫৪ বছর ধরে ক্ষমতার পালাবদল হলেও এলাকার প্রকৃত উন্নয়ন হয়নি। সরকার অর্থ বরাদ্দ দিয়েছে, কিন্তু মাঝপথেই অনেক নেতার পকেট ভারি হয়েছে।
জনগণের চাওয়া-প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ যা চাইবে, সেটাই হবে আমার ইশতেহার। সেটা জামায়াতের ইশতেহার নয় এটা হবে জনতার ইশতেহার।
পথসভায় বক্তব্যের আগে তিনি মাদারহুদার বিভিন্ন এলাকায় পথসভায় অংশ নেন এবং পরে ডাউকী ইউনিয়নের পোয়ামারী ও জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামে গণসংযোগ করেন। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, জেহেলা ইউনিয়ন আমীর সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, সেক্রেটারি তৌহিদুল ইসলাম মৃদুল, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি আল আমিন হোসেন, ১নং ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান, ৪নং ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেহেলা ইউনিয়ন সভাপতি শ্রাবণ আহমেদ মুন প্রমুখ।
মুন্সিগঞ্জ পশুহাটে পথসভা করলেন অ্যাড. রাসেল



