আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে নবাগত অফিসার ইনচার্জের (ওসি) বানী ইসরাইল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে সাতটার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য রহমান মুকুল, সভাপতি নাহিদ হাসান, সহ-সভাপতি সোহেল হুদা, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, সাংগঠনিক সম্পাদক এম সঞ্জু আহমেদ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহরিয়ার শরিফ, ধর্ম সম্পাদক ইকলাস উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাজী সোহাগ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপন আলী, প্রচার সম্পাদক মীর রোকনুজ্জামান।
এছাড়া কার্যনির্বাহী সদস্য খোন্দকার সালাউদ্দিন এবং সদস্য ডা. আব্দুল্লাহ আল মামুন, আল আমিন হোসেন, মুর্শিদ কলিন, সাইদুল ইসলাম, রফিকসহ প্রেসক্লাবের আরও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নবাগত ওসি সাংবাদিকদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।


