চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করলেন থানা অফিসার্স ইনচার্জ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা সাথে সৌজন্য সাক্ষাত করলেন সদর থানা অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান। গতকাল বুধবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সদর থানা অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান ফুল নিয়ে হাজির হন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে।
অফিসার্স ইনচার্জ  নবাগত ইউএনও কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর, ইউএনও রিফাত আরার পক্ষ থেকেও অফিসার্স ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ও ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে যা যা করা দরকার সে বিষয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্য উভয় কর্মকর্তা প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *