অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করায় ৫ বাংলাদেশী আটক, গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করায় ৫ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত দুই দিনে সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর মধ্যে ৩ জন নারী, ১ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে। এছাড়াও অপর একটি অভিযানে গাঁজা উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবি জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩/এমপি এর নিকট সিংনগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীবিহীন ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৪-আর এর কাছে চাপাতলা গ্রামের হাবিলদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৪ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু। আটক পুরুষ সদস্য পঙ্কজ পাল (৫৬), বাগেরহাট জেলার পশ্চিম সায়েড়া গ্রামের বাসিন্দা।
এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭২-আর এর নিকট বাঘাডাংগা গ্রামে নায়েক মোঃ জামাল খান এর নেতৃত্বে টহল একটি টিম টহলে বের হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশ করার সময় ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *