চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নানা আয়োজনে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ও মেহেরপুর নানা আয়োজনে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন করা হয়েছে। “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপক্তা নিশ্চিত করি” এ শ্লোগানকে ধারন চুয়াডাঙ্গায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানববন্ধন, অদম্য নারীদের সংবর্ধনা এবং লোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাকসুরা জান্নাত। তিনি বলেন আজকে নারীদের পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে পাঁচজন নারীকে আমরা অদম্য নারী পুরস্কার হিসেবে এই অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করব। এই মহীয়ষী নারী বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর এই দিনেই তিনি জন্মগ্রহণ করেন, এই দিনেই তার মৃত্যু দিবস। উনি রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিলেন জহিরুদ্দিন, মা ছিলেন রাহাতুন্নেসা সাবের। উনার বাবা ছিলেন একজন জমিদার। সেই সময় কিন্তু এমন একটা সময় ছিল যখন মেয়েরা আসলে বাইরে পড়াশোনা করতো না। তারপরও তিনি তার স্বামীর সাহায্যে লেখাপড়া শেষে নিজে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। তিনি সকল নারীর জন্য অনুপ্রেরণা। তাকে অনুসরণ করে আজ বাংলার নারীরা অনেক বড় পর্যায়ে পৌঁছেছে। আমরা চাই সকল নারীরা এভাবেই এগিয়ে যাক। এতে নারীর পাশাপাশি পুরুষদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তবেই নারী পুরুষ সম্মিলিতভাবে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।
সভায় জেলা পর্যায়ে ৫ ক্যাটাগরিতে ৫ জন শ্রেষ্ঠ অদম্য নারীকে পুরষ্কার হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়। তাঁরা হলেন, জেসমিন খাতুন, রোকেয়া খাতুন, মৌসুমী জান্নাত, নাছরিন আরা ও রাজিয়া খাতুন।
আলমডাঙ্গা অফিস জানায়, গতকাল  মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা নবাগত উপজেলা নির্বাহী অফিসার পান্না আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার হিরোজ কবির, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনা, নার্গিস খাতুন, জান্নাতুল ফেরদৌস, হোসনেয়ারা গোলাপি, বন্দনা দত্ত প্রমুখ। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রতি বছরের মতো এবারও আলমডাঙ্গা উপজেলায় ৫ নারীকে জয়ীতা সম্মাননা দেওয়া হয়েছে। তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী বন্দনা দত্ত, সফল জননী ফেরদৌসী খাতুন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারি নার্গিস খাতুন, নির্যাতনের শিকার দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামী জয়ী নারী হোসনেয়ারা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার ক্ষেত্রে জান্নাতুল ফেরদৌস।
মেহেরপুর অফিস জানায়, মেহেরপুরের গাংনীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার  সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা কৃষি কর্মকর্তা এমরান হোসেন, সন্ধানী স্কুল এন্ড কলেজের পরিচালক আবু জাফর, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামানসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সংবর্ধিত অদম্য নারী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *