জীবননগর উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

জীবননগর অফিস

জীবননগর উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড় ৩টার দিকে জীবননগর উপেজলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সার বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জীবনননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমীন। স্বাগত বক্তব্য রাখেন সার বীজ মনিটরিং কমিটির সদস্য সচীব ও জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন।

কৃষি অফিসার তার বক্তব্যে বলেন, নতুন নীতিমালায় স্বচ্ছ দরপত্র, ডিজিটাল নজরদারি, ডিলার নিয়োগে নতুন যোগ্যতা নির্ধারণ, এক পরিবারে একাধিক ডিলারশিপ নিষিদ্ধকরণ এবং সাব ডিলার প্রথা বাতিলের মতো বড় পরিবর্তন আনা হয়েছে। এ নীতিমালার মূল লক্ষ্য সিন্ডিকেটভিত্তিক নিয়ন্ত্রণ ভাঙা। সভায় বলা হয়, নতুন নীতিমালায় দীর্ঘদিন ধরে চলা ডিলারশিপের দ্বৈত কাঠামো বিসিআইসি ও বিএডিসি একীভূত করে এক ছাতার নিচে আনা হয়েছে। অর্থাৎ এখন থেকে সরকারি, আধাসরকারি বা বেসরকারি যে উৎস থেকেই সার আসুক, তা একক নীতিমালার আওতায় বিতরণ হবে। আগের মতো ‘বিসিআইসি ডিলার ও ‘বিএডিসি ডিলার’ নামে কোনো বিভাজন থাকবে না।

নীতিমালা অনুযায়ী, প্রতিটি ডিলারের অধীনে তিনটি বিক্রয়কেন্দ্র থাকবে, যেখানে সরকারি ভর্তুকি, বিক্রয়মূল্যসহ তথ্য প্রদর্শন বাধ্যতামূলক। বিক্রয়, উত্তোলন ও হিসাবরক্ষণ ডিজিটালভাবে সংরক্ষণ করতে হবে। ডিলার নিজ এলাকায় নির্ধারিত কেন্দ্র ছাড়া অন্য কোথাও সার বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না। নতুন নীতিমালায় বলা হয়েছে, সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং একই পরিবারের একাধিক সদস্য ডিলার হতে পারবেন না। ডিলারদের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে নিয়মিত নবায়ন বা বাতিলের ব্যবস্থা থাকবে। অনিয়ন্ত্রিত সাব-ডিলার বা খুচরা বিক্রেতা ব্যবস্থা বাতিল করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা সমবায় কর্মকর্তা নূর আলম, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেনসহ সার ডিলারেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *