আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপন করা হয়েছে আলমডাঙ্গা মুক্ত দিবস। সোমবার সকালে শহীদ মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আশীষ কুমার বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবেছদ্দিন, উপজেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র এম. সবেদ আলী।
এছাড়াও বক্তব্য রাখেন—ঢাকা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফকির মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নবাব আলী, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, মাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, সহকারী অধ্যাপক মহিতুর রহমান, সিনিয়র প্রভাষক ড. মাহবুবর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আহমেদসহ প্রমুখ।
সভায় বক্তারা ৮ ডিসেম্বর আলমডাঙ্গা মুক্ত দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।



