নানা আয়োজনে মেহেরপুর মুক্ত দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি

নানা আয়োজনে মেহেরপুর মুক্ত দিবস পালিত হয়েছে। ৫ ডিসেম্বর বিকেলে থেকে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে পাকবাহিনী। রাতভর চলে তুমুল যুদ্ধ। একপর্যায়ে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে টিকতে না পেরে ৬ ডিসেম্বর ভোরে মেহেরপুর ছেড়ে পালিয়ে যায় তারা। যাওয়ার সময় জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিয়ে যায়। সকালে মুক্তিযোদ্ধারা আনন্দ উল্লাস করতে করতে রাস্তায় নেমে আসে।

দিনটিকে ঘিরে গতকাল শনিবার নানা আয়োজন করেছে জেলা প্রশাসন ও জেলার মুক্তিযোদ্ধারা। সকাল সাড়ে ৮ টার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌসৌধে পুষ্পার্ঘের মধ্য দিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন জেলা প্রশাক ডঃ সৈয়দ এনামুল কবীর। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। পরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনার নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর সবার জন্য উম্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। আয়োজন করা হয় দোয়া মোনাজাতের। সকাল ১০ টার দিকে ডঃ শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে আয়োজন করা হয় শোভাযাত্রার। পরে মুক্তিযোদ্ধা প্রাঙ্গণে উত্তোলন করা হয় জাতীয় ও মুক্তিযুদ্ধবিষয়ক পতাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *