জীবননগর অফিস
২০২৫-২৬ মাড়াই মৌসুমে একর প্রতি সর্বোচ্চ ৫৭ মেট্রিকটন আখ উৎপাদন করে টানা চতুর্থ বার সেরা আখ চাষির পুরষ্কার পেলেন জীবননগর উপজেলার উথলী গ্রামের শামিম হোসাইন। কেরু এন্ড কোম্পানির পূর্ব সবজনের ৫ নং ইউনিটে আখ চাষ করে এই সম্মাননা লাভ করেন তিনি।
গতকাল শুক্রবার বিকালে কেরু এন্ড কোম্পানির চলতি মৌসুমে আখ মাড়াই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এর হাত থেকে সম্মাননা স্মারক নেন তিনি।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো.রেজাউল হক(পিপিএম),চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো.রাব্বিক হাসান।
সেরা আখ চাষি শামিম হোসাইন বলেন,৫ নং ইউনিটের সিডিএ সাকি মাহমুদ,সাবজোন প্রধান মহফুজুর রহমান রতন সহ কেরু এন্ড কোম্পানির কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় ঈশ্বরদী ৪৮ জাতের আখ চাষ করি। আখের সঠিক পরিচর্যা ও সময় মত সার প্রয়োগের মাধ্যমে ভালো ফলন সম্ভব হয়েছে।
উথলীর শামীম পেলেন বছরের সেরা চাষির পুরস্কার



