ইয়াবাসহ লক্ষ্মীপুর গ্রামের উজির মিয়া জীবননগর থানা পুলিশের হাতে আটক

জীবননগর অফিস
জীবননগরে ৬০ পিস ইয়াবাসহ উজির মিয়া (৬০) নামে এক মাদককারবারি কে আটক করেছে পুলিশ। মাদককারবারি উজির মিয়া জীবননগর পৌরসভার পরাতন লক্ষ্মীপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত রহিম শেখের পুত্র। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে লক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়ি থেকে ইয়াবা সহ তাকে আটক করে পুলিশ।
জীবননগর থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রিপন কুমার দাস জানান, লক্ষ্মীপুর গ্রাম মাদকদ্রব্য কেনাবেচার অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর গ্রামের পশ্চিম পাড়ার মাদককারবারি উজিরের বাড়িতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছে থাকা ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান জীবননগরে অব্যাহত থাকবে। আটকৃত উজিরকে জীবননগর থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *