স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার শিক্ষকরা তিন দফা দাবি বাস্তবায়নে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
প্রাথমিক শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শোয়েব হোসেনের নেতৃত্বে স্মারকলিপিটি প্রদান করেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সেলিম, জীবননগর উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক মনিরুল ইসলাম এবং মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাফিউন নাহার। এ সময় স্মারকলিপি প্রদানের ছবি তুলতে গেলে সাংবাদিককে ছবি তুলতে নিষেধ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সহকারী শিক্ষকগণ এবং প্রাথমিক শিক্ষক সমিতির জেলার নেতৃবৃন্দ তাদের দাবী গুলো তুলে ধরেন। তাদের ৩ দফা দাবি গুলো হলো, ক) সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান। খ) উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান। গ) শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। স্মারকলিপি প্রদান শেষে শিক্ষকমন্ডলী বলেন, আমরা চাই আমাদের এই তিন দফা দাবী দ্রুত বাস্তবায়ন হোক, আমাদের এই দাবী বাস্তবায়ন না হওয়া অবধি আমাদের এই কর্মবিরতি অব্যহত থাকবে ।
এ সময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, আমরা ৩ দফা দাবীতে কর্মবিরতি পালন করছি। কেন্দ্রীয় যে নির্দেশনা আসবে সে নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমি বিশ্বাস করি অচিরেই আমাদের এই আন্দোলনের সফলতা আসবে। সরকার ১০ম গ্রেড দিক বা ১১তম গ্রেড দিক, আমাদের যে প্রেসনোট দিয়েছিল তা আইনে পরিণত করে জিও জারি করা পর্যন্ত আমরা এ আন্দোলনে থাকবো। সকল শিক্ষকগণ এই কর্মসূচির সাথে একাত্ততা ঘোষণা করে চারটি উপজেলাতেই এই কর্মসূচি পালন করার উদাত্ত আহবান জানাচ্ছি।
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি আশরাফুল আলম সোনা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সেলিম, আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইসমাইল উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খালিদ হোসেন, দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বখতিয়ার রহমান, আলমডাঙ্গার হাসান সাজিদ আহমেদসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক সহকারী শিক্ষকমন্ডলী।



