আলমডাঙ্গায় মরিচ ক্ষেত থেকে ১০টি গাজা গাছ উদ্ধার

আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের দমদমা গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০টি গাঁজার গাছ উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। উদ্ধার করা গাঁজার মোট ওজন ৪কেজি ৮০০ গ্রাম বলে জানায় পুলিশ।

গত বুধবার ভোর ৪টা ৩০ মিনিটে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) প্রদীপ বিশ্বাস ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দমদমা গ্রামের মরিচক্ষেতে পলাতক আসামি নাগদাহ ফিল্ডপাড়া গ্রামের মৃত শমসের আলী বিশ্বাসের ছেলে মোঃ ওয়াদুদ বিশ্বাস (৫৫) নিজের ভোগদখলীয় জমিতে গাঁজা চাষ করছেন। পরে পুলিশের অভিযানে ওই মরিচক্ষেত থেকে ছোট-বড় মোট ১০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুুত করে গাছগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় পলাতক আসামি মোঃ ওয়াদুদ বিশ্বাসকে আসামি করে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। মাদকবিরোধী এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *