জীবননগর অফিস
জীবননগর উপজেলার শিয়ালমারী পশু হাট থেকে একতারপুর গ্রামে যাওয়ার রাস্তার বেহাল অবস্থা। এটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরজমিনে গিয়ে দেখা গেছে, একতার পুর থেকে শিয়ালমারী পশু হাটের প্রবেশের একমাত্র সড়ক হচ্ছে এই রাস্তাটি। প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন এই রাস্তা দিয়ে শতশত গাড়ি পশু ও অন্যান্য মালামাল আনা নেওয়া করে এবং একতারপুর গ্রাম ছাড়াও আশেপাশে অনেক গ্রামের মানুষজন এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে। বর্তমানে এই রাস্তাটি পুরোপুরি ব্যাবহারের অনুপযোগী হয়ে উঠেছে। প্রায়ই ঘটছে ছোটখাটো দূর্ঘটনা। রাস্তাটি যদি দ্রুত মেরামত বা পাকাকরণ না করা হয় তাহলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। বাইরে থেকে আসা পশু ক্রেতা বিক্রেতাদের মধ্যে দেখা দিতে পারে অনিহা।
একতার পুর গ্রামের জনগণ বলেন, দীর্ঘ সময় বিভিন্ন ভাবে তদারকি করা হয়েছে কিন্তু মেলেনি কোন সুরাহা কেবল মাত্র আশারবানি শুনিয়ে চলেছে। তারা আরও জানিয়েছে, রাস্তাটি ব্যবহার উপোযোগি না হওয়ায় কৃষকেরা তাদের উৎপাদিত ফসল বাড়িতে নিতে দুর্ভোগ পোহাতে হয়। এই রাস্তার পাশেই রয়েছে একতারপুর বাওড় যেখানে মাছ চাষ করা হয়। মাছ বিক্রি ও মাছের খাবার পরিবহন করতে বিশাল দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য আশরাফুল আলম রতন বলেন, বৃষ্টির পানিতে রাস্তা ধসে পাশের পুকুরের মধ্যে চলে গেছে। রাস্তাটি শিয়ালমারী পশু হাটের কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত। অনেকবার চেষ্টা করা হয়েছে রাস্তাটির মেরামতের কিন্তু সম্ভব হয়নি। উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টুকে এই রাস্তাটির বিষয়ে জানানো হয়েছে। তিনি জানান, রাস্তাটির উন্নয়ন করনের চাহিদা জীবননগর ইউএনও মহোদয়কে অবহিত করা হয়েছে। তিনি অতি দ্রুত সমস্যার সমাধান করে দেবে বলে জানিয়েছেন।



