চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

চুয়াডাঙ্গায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। প্রস্তুতি সভায় চুয়াডাঙ্গার সরকারি, বেসরকারি দপ্তর, এনজি, পেশাজীবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য উন্মুক্ত আলোচনা শেষে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, চুয়াডাঙ্গা সদরে বা জেলা শহরে কোন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ না থাকার কারণে আগামী ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলমডাঙ্গা বৌদ্ধভূমিতে সরকারি নির্দেশনা মোতাবেক দিবসটির তাৎপর্য তুলে ধরে কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৪ ই ডিসেম্বর চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে কুচকাওয়াজ মহড়া অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী শুরু হবে। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে চুয়াডাঙ্গা সদর থানায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হবে। দিবসটির যথাযথভাবে উদযাপনের জন্য চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম, শিল্পকলা একাডেমী চত্বর, মুক্তমঞ্চ, জেলা সাহিত্য মঞ্চ সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ ও ফুট পথ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত করার আহ্বান জানানো হয়।

এছাড়া সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন, বীরমুক্তি যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংবর্ধনা, দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন, আবৃত্তি প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী এবং ৩দিনের বিজয়মেলা অনুষ্ঠিত হবে। ১৬ই ডিসেম্বর বিকাল ৪টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এছাড়া ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা হানাদার মুক্ত দিবস উদযাপনের জন্য দৈনিক প্রথম আলোর সাংবাদিক শাহ আলম সনির প্রস্তাবনা উপস্থাপনাটি সর্বসম্মত ক্রমে গৃহীত হয় । দিবসটি উদযাপন উপলক্ষে উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক ( ডিডিএলজি) শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিকুজ্জামান, আরডিসি আসিস মমতাজ , নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম, জেলা শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আবেস উদ্দিন , জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক আসলাম হোসেন অর্ক, জুলাই যোদ্ধা হাসনা জাহান খুশবু সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *